সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটি-এর অটাম-২০২৫ ফ্রেশারস রিসেপশন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল এএসএম রিদওয়ানুর রহমান। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হলো আলোকিত মানুষ হওয়া। নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার মানসিকতা নিয়ে শিক্ষাজীবনের এই ধাপে দৃঢ়তার সাথে এগিয়ে যেতে হবে।” তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় জীবন কেবল পুঁথিগত বিদ্যার সীমায় আবদ্ধ নয়, এটি মুক্তচিন্তা, উদ্ভাবনী ধারণা ও নতুন দিগন্তের সূচনা। এখানে স্বাধীনতার সুযোগ আছে, তবে স্বাধীনতা মানে যা খুশি তা করা নয়। স্বাধীনতার সাথে থাকতে হবে শৃঙ্খলাবোধ, শ্রদ্ধাশীলতা ও সহনশীলতা। মতের ভিন্নতা থাকলেও তা হতে হবে মার্জিত, গঠনমূলক ও শালীন। মেজর জেনারেল রিদওয়ানুর রহমান আরও উল্লেখ করেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই মেট্রোপলিটন...