জানা গেছে, ২০১৯ সালে পানিয়াহাতা গ্রামের ফিরোজ মিয়ার ছেলে সজিব মিয়ার সঙ্গে কাজী অফিসে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোলাইমা আক্তার। বিয়ের পর তিনি স্বামীকে টাকা-পয়সা দিয়ে ব্যবসা-বাণিজ্য দাঁড় করাতে সহায়তা করেন। এমনকি বিদেশে যাওয়ার জন্যও বিপুল অর্থ প্রদান করেন। কিন্তু সম্প্রতি স্বামী সজিব তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিচ্ছেন না, বরং নানা ধরনের হুমকি ও হামলার মুখে ফেলছেন। স্বামীর অধিকার ফিরে পেতে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বহরা ইউনিয়নের পানিয়াহাতা গ্রামে স্বামী সজিব মিয়ার বাড়িতে যান গৃহবধূ সোলাইমা আক্তার। এ সময় শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হন তিনি। ঘটনাটি জানার পর আরটিভির ডিজিটাল বিভাগের প্রতিনিধি মুজাহিদ মসি সংবাদ সংগ্রহ করেন এবং বিকেলে সেটি আরটিভিতে প্রকাশিত হয়। এরপরেই তাকে ফোনে হুমকি দেন আক্তার মিয়া। মুজাহিদ বলেন, নির্যাতিত নারীর শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে আক্তার মিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক...