বিপিএলের সম্প্রচার স্বত্ব বাবদ টি-স্পোর্টসের কাছে বড় অঙ্ক পাওনা আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের । তবে টি-স্পোর্টস সে টাকার পে-অর্ডার দিলেও তা বারবার ফেরত পাঠাচ্ছে বোর্ড। একটি সূত্রে জানা গেছে, ১১ কোটি ৬৩ লাখ ৫৯ হাজার ৩৩২ টাকার পে-অর্ডার দুই দফা ফেরত পাঠিয়েছে তারা। বিসিবি নির্বাচনকে প্রভাবিত করতেই এমন পন্থায় ঝুঁকছে তারা—মনে করছেন সংশ্লিষ্টরা।বিপিএলের ১০ম ও ১১তম (২০২৪ ও ২০২৫) আসরের মিডিয়া রাইটস পেতে ৫৬ কোটি (২৮ কোটি টাকা করে) টাকায় বিসিবির সঙ্গে চুক্তি করে টি-স্পোর্টস অ্যান্ড কনসোর্টিয়াম। দেশের অর্থনৈতিক অবস্থা ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে প্রতিটি আসরে কমপক্ষে ১০ কোটি টাকা করে লস হয় প্রতিষ্ঠানটির। প্রতিটি ম্যাচে যেখানে গড়ে ৪৫ মিনিট করে বিজ্ঞাপন চালানো সম্ভব, সেখানে ম্যাচপ্রতি অর্ধেকেরও কম বিজ্ঞাপন বুকিং আসে। মিনিটপ্রতি বিজ্ঞাপনের দরও আগের আসরগুলোর তুলনায় ছিল অনেক কম।সামগ্রিক...