এশিয়া কাপের সুপার ফোরে নিয়ম রক্ষার ম্যাচে আজ মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। সুপার ফোরে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। অন্যদিকে, দুই ম্যাচ হেরে সুপার ফোর থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। নিজেদের শেষ ম্যাচ জিতে এবারের এশিয়া কাপ শেষ করতে চায় লঙ্কানরা। ভারতের লক্ষ্য জয়ের ধারা অব্যাহত রেখে টুর্নামেন্টে অপরাজিত থাকা। দুবাইয়ে রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। গ্রুপ পর্বে তিন ম্যাচের সবগুলোতে জিতে সুপার ফোরে ওঠে শ্রীলঙ্কা। কিন্তু সুপার ফোরে এসে পথ হারায় তারা। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হারে লঙ্কানরা। এরপর পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরে ফাইনালে খেলার স্বপ্ন কঠিন করে ফেলে শ্রীলঙ্কা। গতকাল বুধবার রাতে ভারতের কাছে বাংলাদেশের হারে এশিয়া কাপ থেকে শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত হয়। কারণ ভারতের বিপক্ষে শেষ ম্যাচ...