২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩২ পিএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৩ পিএম গাজায় ইসরাইলি বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞ সমর্থন করায় নিজের এজেন্টকে বরখাস্ত করেছেন বৃটিশ পপ তারকা দুয়া লিপা। গত জুলাই মাসে ফিলিস্তিনপন্থী র্যাপ ব্যান্ড কনিক্যাপককে গ্লাস্টনবারি উৎসব থেকে বাদ দিতে এক চিঠিতে সই করেছিলেন ওই এজেন্ট। যার নাম ডেভিড লেভিও। এ খবর দিয়েছে আল জাজিরা অনলাইন। এতে বলা হয়, উৎসবের আগে বেশ কিছু সংগীত শিল্পী ও পেশাদার ব্যক্তি উৎসবের প্রতিষ্ঠাতা মাইকেল ইভিসের কাছে একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়েছিলেন। তাতে কনিক্যাপ ব্যান্ডটিকে বাদ দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু ফাঁস হয়ে যায় সেই চিঠিটি। ফলে সংগীত জগতের অনেকেই এর তীব্র সমালোচনা করেন। তা সত্ত্বেও কনিক্যাপ ব্যান্ডটি উৎসবে তাদের নির্ধারিত সময়ে পারফর্ম করে। চিঠিতে যারা সই করেছিলেন, তাদের মধ্যে দুয়া লিপার এজেন্ট ডেভিড লেভিও...