আমাদের সমাজে নানা ধরণের প্রেমের রসদ রয়েছে। প্রেমলীলা তেমনই একটি রসদের গল্প।এমনই গল্প নির্মাণ করলেন নির্মাতা নাজনীন হাসান খান এবং রচনা ও চিত্রনাট্য দিয়েছেন রাজীব মণি দাস। রচয়িতা রাজীব মণি দাস বলেন, অনেক সময় পছন্দের মানুষকে নিজের মনের কথা বলতে না পারাও একটা ব্যর্থতা। তখন প্রয়োজন অন্যের সহযোগিতা। ছেলের জীবন সঙ্গী খুঁজতে গিয়ে বাবাও যেন ক্লান্ত। তাই ছেলের হয়ে পাত্রী খোঁজার দায়িত্ব বাবা নিজ কাঁধে তুলে নেয়। এরপর ঘটবে নানা ঘটনা। নাটকের গল্পে দেখা যাবে, জয়নাল একজন খ্যাতিমান শিল্পপতি। এক ছেলে এক মেয়েকে নিয়ে তার সংসার। সামির যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করতো, তখন নিধি নামে একটি মেয়ে তাকে খুব পছন্দ করতো। কিন্তু সামির কখনও ফিরেও তাকায়নি। সামির তার মায়ের পছন্দ মতোই বিয়ে করবে মনে মনে ভাবতো। নিধি হঠাৎ একদিন সামিরের বাসায়...