জলবায়ু পরিবর্তনের প্রভাবে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া থেকে শুরু করে ডায়রিয়া ও কলেরার মতো পানিবাহিত রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার ব্র্যাক সেন্টার অডিটোরিয়ামে ‘জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্যবিষয়ক আলোচনা সভায়’ এ আহ্বান জানানো হয়। জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি (এনএমইপি) ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি যৌথভাবে সভাটির আয়োজন করে। অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ব্র্যাক ও এনএমইপির যৌথ উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের অধীনে সারা দেশে ৬০২টি ডেঙ্গু প্রতিরোধ অভিযান পরিচালিত হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে স্থানীয় কমিউনিটির অংশগ্রহণ নিশ্চিতের পাশাপাশি ২ হাজার ২৮৭ স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সভাপতির বক্তব্যে ব্র্যাকের চেয়ারপারসন হোসেন জিল্লুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তন নানাভাবে স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে।...