পুরনো দায়িত্বে আবার দেখা যেতে পারে কুমার সাঙ্গাকারাকে। রাজস্থান রয়্যালসের প্রধান কোচ হতে যাচ্ছেন আইপিএল ফ্র্যাঞ্চাইজিটির ক্রিকেট পরিচালক। সাঙ্গাকারার প্রধান কোচের দায়িত্ব নেওয়ার কথা এখনও জানায়নি রাজস্থান। তবে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকফোর খবর, ২০২৬ সালের আইপিএলের পরিকল্পনা এরই মধ্যে শুরু করে দিয়েছেন তিনি। গত মাসের শেষ দিকে রাজস্থানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন প্রধান কোচ রাহুল দ্রাবিড়। ক্রিকইনফোর খবর অনুযায়ী, ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী কোচের স্থলাভিষিক্ত হবেন সাঙ্গাকারা। ২০২১ সাল থেকে রাজস্থানের ক্রিকেট পরিচালকের দায়িত্ব পালন করছেন সাঙ্গাকারা। ২০২৪ সাল পর্যন্ত দলটির প্রধান কোচও ছিলেন তিনি। শ্রীলঙ্কার ব্যাটিং গ্রেটের কোচিংয়ে চার মৌসুমে দুইবার প্লেঅফে খেলে রাজস্থান। আইপিএলের উদ্বোধনী আসর ২০০৮ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর ২০২২ সাল প্রথমবারের মতো ফাইনালে ওঠে দলটি। কিন্তু গুজরাট টাইটান্সের বিপক্ষে হেরে দ্বিতীয় শিরোপার স্বাদ আর পায়নি তারা।...