চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে একটি প্যানেল থেকে ভিপি প্রার্থী হয়েছেন মোহাম্মদ ফরহাদুল ইসলাম। একই প্যানেল থেকে সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ফরহাদের স্ত্রী জাকিয়া সুলতানা। সাধারণ শিক্ষার্থীদের ‘অহিংস শিক্ষার্থী ঐক্য’ প্যানেল থেকে তারা ভোটের প্রতিযোগিতায় নেমেছেন। ফরহাদ ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের (২০১৯-২০২০ সেশন) শিক্ষার্থী। জাকিয়াও একই বিভাগের একই বর্ষের ছাত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফরহাদ বলেন, “নিজেদের দায়বদ্ধতা থেকে আমরা নির্বাচনে দাঁড়িয়েছি। নির্বাচনে জিতে আমরা শিক্ষার্থীদের কথা বলতে চাই। সম্প্রীতির ক্যাম্পাস গড়তে চাই।” নিজেদের ইচ্ছাতেই নির্বাচনে প্রার্থী হওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “আমি ভিপি পদে প্রার্থী হব, এটা ঠিক হবার পর জাকিয়াকে জানাই। তখন সেও প্রার্থী হবার আগ্রহ দেখায়। “আমি তাকে উৎসাহ দিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার তার ওপর ছেড়ে দিই। আমাদের পরিবারও তাতে সম্মতি...