২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫২ পিএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫২ পিএম যুক্তরাজ্যের সাংস্কৃতিক সম্পর্ক ও শিক্ষা সম্ভাবনার আন্তর্জাতিক প্রতিষ্ঠান ব্রিটিশ কাউন্সিল বহুল পরিচিত স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস-এর দ্বাদশ আসরের জন্য আবেদন আহ্বান জানিয়েছে। এই পুরস্কারটি যারা যুক্তরাজ্যে অর্জিত শিক্ষা কাজে লাগিয়ে তাদের কমিউনিটি, শিল্পখাত ও দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের উদ্দেশ্যে ঘোষণা করা হয়েছে। চারটি বিভাগে অসাধারণ সাফল্য পেলে স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস-এর জন্য আবেদন করা যায়। সেগুলো হল বিজ্ঞান ও টেকসই উন্নয়ন; সংস্কৃতি, সৃজনশীলতা ও ক্রীড়া; সামাজিক উদ্যোগ; এবং ব্যবসা ও উদ্ভাবন। যোগ্য আবেদনকারীরা জাতীয় ও বৈশ্বিক উভয় পর্যায়েই প্রতিযোগিতা করতে পারবেন। ব্রিটিশ কাউন্সিলের বিচারকমণ্ডলীর সদস্যরা ২৮ জন বৈশ্বিক চূড়ান্ত প্রতিযোগীর মধ্যে থেকে চারজনকে বৈশ্বিক বিজয়ী হিসেবে নির্বাচন করবেন। বৈশ্বিক অ্যালামনাই অ্যাওয়ার্ড বিজয়ীরা আন্তর্জাতিক স্তরে তাদের পরিচিতি...