২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১০ পিএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ পিএম বল হাতে নিয়েই জোড়া আঘাত হানলেন রিশাদ হোসেন। বাংলাদেশী লেগ স্পিনারের প্রথম শিকার ভয়ঙ্কর ব্যাটার ফখর জামান। নিজের দ্বিতীয় ওভারে হুসাইন তালাতকেও ফেরালেন এই স্পিনার। চতুর্থ উইকেট হারাল পাকিস্তান। লং অফে তানজিম হাসান সাকিবের হাতে ক্যাচ দিয়ে ২০ বলে ১৩ রান করে ফিরেছেন ওপেনার ফখর। সপ্তম ওভারে ২৯ রানে তৃতীয় উইকেট হারান পাকিস্তান ৩৩ রানে হারায় চতুর্থ উইকেট। সাইফের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ৭ বলে ৩ রান করা হুসাইন। এশিয়া কাপের ফাইনালে যাওয়ার লড়াইয়ে দুর্দান্ত শুরু পেয়েছে বাংলাদেশ। প্রথম দুই ওভারেই ফিরিয়ে দিয়েছে পাকিস্তানের দুই ব্যাটারকে। প্রথম ওভারের চতুর্থ বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে রিশাদ হোসেনের দুর্দান্ত ক্যাচে পরিণত হন ইনফর্ম শাহিবজাদা ফারহান। বোলার ছিলেন একাদশে ফেরা তাসকিন। টি-টোয়েন্টি ক্রিকেটে...