বিশিষ্ট কবি, সাহিত্যিক, লেখক, গবেষক ও শিক্ষাবিদদের উপস্থিতিতে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকাস্থ ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে ‘আল কুরআনে ইসলামি চিন্তাধারার সামগ্রিক রূপরেখা’ এবং ‘আমি বেঁচে আছি’ শীর্ষক দুটি বইয়ের মোড়ক উন্মাচন করা হয়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি ধারাবাহিক বক্তব্যের সংকলন ‘আল কুরআনে ইসলামি চিন্তাধারার সামগ্রিক রূপরেখা’ এবং মাসুমেহ আবাদের বন্দি জীবনের স্মৃতিকথা ‘আমি বেঁচে আছি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরানের রিলিজিয়ন্স অ্যান্ড ডেনোমিনেশন ইউনিভার্সিটির ফ্যাকাল্টি মেম্বার প্রফেসর ড. সাইয়্যেদ মাহদী মুসাভী এবং ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা ড. এ কে এম মাহবুবুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘আল কুরআনে ইসলামি চিন্তাধারার সামগ্রিক রূপরেখা’ শীর্ষক বইয়ের অনুবাদক ড. মুহাম্মদ ঈসা শাহেদী এবং ‘আমি বেঁচে আছি’ বইয়ের অনুবাদক...