চট্টগ্রাম:বোয়ালখালীতে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি বোয়ালখালী আয়োজিত ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার পিসি সেন সারোয়াতলী উচ্চ বিদ্যালয় মাঠে বালক ও বালিকাদের ফুটবল ফাইনাল ম্যাচ ও বিভিন্ন ইভেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি, সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম। প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়ার সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক কামরুল হাসান, সাইফুর রহমান, অলক কান্তি সেন, অরুপ কুমার পাল, রাজু চন্দ্র চৌধুরী, নুরুল আনসার...