বয়সকে রীতিমতো বুড়ো আঙ্গুল দেখালেন তিনি। তা নাহলে কি আর ৭০ বছর বয়সে ১৩ হাজার ফুট উচ্চতা থেকে স্কাইডাইভ করার সাহস দেখানো যায়! ‘স্কাইডাইভ দুবাই’ নামের একটি সংস্থার তত্ত্বাবধানে সম্প্রতি বিশাল এই উচ্চতা থেকে স্কাইডাইভ করলেন ভারতের কেরালা রাজ্যের বাসিন্দা লীলা জোস। আর তাতেই রচিত হলো বয়সকে জয় করার আরেকটি দুঃসাহসিক অভিযানের কাহিনী। সোমবার (২২ সেপ্টেম্বর) এ প্রসঙ্গে নিজের বাড়ি থেকে তিনি কথা বলেছেন মধ্যপ্রাচ্য-ভিত্তিক সংবাদমাধ্যম গালফ্ নিউজের সাথে। নিজের এই অনবদ্য অভিজ্ঞতাকে ‘স্বপ্নের মতো’ বলে আখ্যা দিয়েছেন কেরালার ইদুক্কি জেলার ৭০ বছর বয়সী এই গৃহবধু। গালফ্ নিউজ-কে লীলা জোস বলেন, ‘আমি আগে শুধু শুনেছিলাম যে মানুষ প্লেন থেকে লাফ দেয়।…আমি জানতাম না, এর নাম স্কাইডাইভিং।’ ১৩ হাজার ফুট উচ্চতা থেকে লাফিয়ে পড়ার পর ৬ হাজার ফুট উচ্চতায় তাঁর প্যারাসুট...