সুপার ফোরে আজ বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচে জয়ী দল খেলবে এশিয়া কাপের ফাইনালে। এমন ম্যাচে টস জিতে আগে বোলিং করছে বাংলাদেশ। প্রথম দুই ওভারেই উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। পাওয়ার প্লের ছয় ওভার শেষে পাকিস্তান করে ২ উইকেটে ২৭ রান। সপ্তম ওভারে ফেরেন ফখর। প্রথম ওভারে তাসকিন আহমেদ ফেরান সাহিবজাদা ফারহানকে। ব্যাকওয়ার্ড পয়েন্টে রিশাদ হোসেনের হাতে তালুবন্দি হন সাহিবজাদা। তাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাসকিনের ১০০ উইকেট পূর্ণ হয়েছে। সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের পর বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট পেলেন তাসকিন। সব দেশ মিলিয়ে তাসকিন এই মাইলফলকে ২৬তম। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে মেহেদি হাসান ফিরিয়েছেন...