ভারতের উত্তরতম প্রান্তে, দেশের সবচেয়ে শান্ত ও নির্জন এলাকাগুলোর একটা হলো লাদাখ। প্রতি বছর দেশ-বিদেশের লাখ লাখ পর্যটক লাদাখের অনিন্দ্যসুন্দর লেহ, নুবরা ভ্যালি বা জাঁস্কারে বেড়াতে যান, ফিরে আসেন অপূর্ব অভিজ্ঞতা নিয়ে। লাদাখের সঙ্গে চীনের সীমান্তে গালওয়ান ভ্যালিতেই কয়েক বছর আগে ভারতের সঙ্গে চীনের সেনাবাহিনীর রক্তক্ষয়ী সংঘাত হয়েছিল, সেই সীমান্তে উত্তেজনাও থাকে অহরহ। কিন্তু লাদাখের অভ্যন্তরে তার আঁচ পড়ে না বললেই চলে। এমন কী গোটা দেশের মধ্যে অপরাধের হার সবচেয়ে কম যে সব এলাকায়, লাদাখ সেই তালিকাতেও একেবারে ওপরের দিকে। এহেন ‘স্বর্গসম’ লাদাখে গতকাল (বুধবার) যা ঘটে গেলো, সেটির জন্য আসলে প্রস্তুত ছিল না কেউই। অশান্তি আর ক্ষোভের আগুন অবশ্য বেশ কিছুদিন ধরেই ধিকিধিকি জ্বলছিল, কিন্তু লাদাখের তরুণরা যেভাবে বুধবার ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আর লাদাখ হিল কাউন্সিলের সদর দফতরে...