বাংলাদেশি অভিনেতা ইন্তেখাব দিনার আবারও প্রমাণ করলেন তার অসাধারণ অভিনয়ক্ষমতা। যুক্তরাষ্ট্রের ‘এলএ ডাইভারসিটি ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’-তে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন তিনি। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আ থিং অ্যাবাউট কাশেম’-এ অভিনয় করে এই স্বীকৃতি পেলেন দিনার। তার সঙ্গে ১৭ মিনিট দৈর্ঘ্যের সিনেমার পরিচালক বিজন ইমতিয়াজও জিতেছেন সেরা নির্মাতার পুরস্কার। ছবিটিতে দিনার অভিনয় করেছেন নাম ভূমিকায়, কাশেম চরিত্রে। গল্পে দেখা যায়, ভেতরের এক ভিন্ন সত্তা আবিষ্কার করে জীবনে তোলপাড়ের মুখে পড়ে কাশেম। সেই দ্বন্দ্ব, টানাপোড়েন আর আবেগকে অসাধারণভাবে ফুটিয়ে তোলেছেন দিনার।...