সবার জনা ঢাকার ৭৬ ক্লাবের মধ্যে ৬১ ক্লাব কাউন্সিলরষিপ পেলেও ১৫ ক্লাব কাউন্সিলরশিপ পায়নি। এই ১৫ ক্লাব হলো- এক্সিউম ক্রিকেট একাডেমি, ঢাকা ক্রিকেট একাডেমি, মোহাম্মদপুর ক্রিকেট ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমি, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, ভাইকিংস ক্রিকেট একাডেমি, বনানী ক্রিকেট ক্লাব, নাখালপাড়া ক্রিকেটার্স, মহাখালী ক্রিকেট একাডেমি, ধানমন্ডি ক্রিকেট ক্লাব, প্যাসিফিক ক্রিকেট ক্লাব, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব এবং আলফা স্পোর্টিং ক্লাব। ওপরে উল্লেখিত এই ক্লাবগুলোর ওপর দুর্নীতি দমন কমিশনের (দুদক) ‘অবজারভেশন’ আছে। তাই ঢাকার এই ক্লাবগুলোর কাউন্সিলরশিপের অধিকতর তদন্তের জন্য আরও কাগজপত্র চাওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সেই ক্লাবগুলোর কাউন্সিলরদের সমুদয় কাগজপত্রসহ বিসিবি নির্বাচন কমিশনের সামনে শুনানীতে উপস্থিত থাকতে বলা হয়। বলে রাখা ভালো, বিসিবির বর্তমান পরিচালক ও মিডিয়া কমিটি চেয়ারম্যান ইফতিখার রহমান মিঠু ও সাবেক বোর্ড পরিচালক...