বিসিবির আসন্ন নির্বাচনে তারকা ক্রিকেটার তামিম ইকবালের কাউন্সিলরশিপ নিয়ে উঠেছিল প্রশ্ন। অভিযোগ তোলা হয়েছিল, ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের সঙ্গে তামিমের কোনো সম্পর্ক নেই, অথচ সেখান থেকেই তাকে কাউন্সিলর হিসেবে মনোনীত করা হয়েছে। তবে শেষ পর্যন্ত সে আপত্তি আমলে নেয়নি বিসিবির নির্বাচন কমিশন। বৃহস্পতিবার, (২৫ সেপ্টেম্বর ২০২৫) শুনানিতে আবেদনকারী উপস্থিত না থাকায় কমিশন জানায়, তামিমের বিরুদ্ধে করা অভিযোগ গৃহীত হয়নি। বিকেলে তামিম আসেন বিসিবি কার্যালয়ে, সেই শুনানিতে অংশ নিতে যা মূলত ছিল ১৫টি ক্লাবকে ঘিরে, যাদের এখনও কাউন্সিলর নাম দেয়ার অনুমতি মেলেনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) পর্যবেক্ষণের কারণে। তামিম গুলশান ক্রিকেট ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, এই ১৫ ক্লাবের একটি। বিসিবি স্পষ্ট করেছিল যে, গত ২০ সেপ্টেম্বরের বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছিল ক্লাবগুলো নির্বাচনে অংশ নিতে পারবে। তবে পরবর্তীতে কাউন্সিলরদের তালিকা প্রকাশের সময়...