দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের ‘জুলাই মেমোরিয়াল প্রাইজে’ ভূষিত করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সিনেমার পরিচালক এরকে জুমাকমাতোভা এমিল ও আটাগেলদিয়েভের হাতে এই পুরস্কার তুলে দেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। দক্ষিণ কোরিয়ার বুসান শহরে গত ১৯ সেপ্টেম্বর সপ্তাহব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়। উৎসবের ‘ভিশন এশিয়া’ শাখায় প্রতিযোগী চলচ্চিত্রগুলোর মধ্য থেকে ‘কুরাক’ সিনেমাকে বাংলাদেশের ‘জুলাই মেমোরিয়াল প্রাইজের’ জন্য নির্বাচন করা হয়। সামাজিক ন্যায় বিচার, বাক ও মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার অথবা অসাম্যের বিরুদ্ধে সংগ্রামের বিষয়বস্তুর বিবেচনায় এ বছর থেকে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই পুরস্কার প্রবর্তন করা হয়। ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখা এই পুরস্কারের...