চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও বিভিন্ন হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। বৃহস্পতিবার দিনভর বিভিন্ন ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের নিয়ে গড়া বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন ঝুপড়ি, অনুষদ ও শাটল ট্রেনে প্রচার চালিয়েছেন। প্যানেলের প্রার্থীরা একসঙ্গে ও স্বতন্ত্র প্রার্থীরা ব্যক্তিগত উদ্যোগে প্রচার চালাচ্ছেন। প্রথম দিনের প্রচারে জমজমাট হয়ে ওঠে ক্যাম্পাস। চাকসু ও হল সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ নামে অংশ নিচ্ছে। বৃহস্পতিবার প্যানেলের প্রার্থীরা শহীদ মিনার এলাকা, রেল স্টেশন এবং শাটল ট্রেনে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে নিজেদের প্রচাল চালিয়েছে। প্যানেলের জিএস প্রার্থী সাইদ বিন হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকলে মিলে শিক্ষার্থীদের কাছে যাচ্ছি। প্রচারণার শুরু দিনে আমরা শহীদ মিনার, রেল স্টেশন ঝুপড়ি, বিভিন্ন শাটল ট্রেনে প্রচারণা চালিয়েছি। রাতে...