চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্টের রিপোর্ট হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের কাছে হস্তান্তর করেন ডোপ টেস্ট কমিটির আহ্বায়ক ও চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে মোট ৯৩৬ জন ডোপ টেস্টের জন্য নমুনা প্রদান করেন। নমুনা প্রদানকারী ৯৩৬ জন প্রার্থীর ডোপ টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন ডোপ টেস্ট কমিটির সদস্য ও চবি চিফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবু তৈয়ব। এ সময় আরও উপস্থিত ছিলেন- ডোপ টেস্ট কমিটির সদস্য ও চবি মেডিকেল সেন্টারের সহকারী রেজিস্ট্রার জুলহাস উদ্দিন...