রিশাদ হোসেনের করা ১২তম ওভারে তিনবার বেঁচেযান শাহিন শাহ আফ্রিদি। ব্যাটিং বিপর্যয়ে স্কোর মোটাতাজা করার জন্যই ব্যাটিংয়ে প্রমোশন দিয়ে নানামো হয় শাহিন শাহ আফ্রিদিকে। তিনি ব্যাটিংয়ে নেমে বাউন্ডারি হাঁকাতে গিয়ে একের পর এক ক্যাচ তুলে দেন। কিন্তু বাংলাদেশ দলের ফিল্ডাররা তার ক্যাচ বারবার মিস করেন। পাকিস্তানের এই পেস বোলারকে শেষ পর্যন্ত আউট করেন তাসকিন আহমেদ। তার বলে ক্যাচ তুলে দিয়ে উইকেটকিপার জাকের আলি অনিকের ক্যাচে পরিণত হন শাহিন শাহ আফ্রিদি। তার আগে ১৩ বলে দুটি ছক্কার সাহায্যে ১৯ রান করেন তিনি। রিশাদ হোসেনের করা ১২তম ওভারের প্রথম বলে এক্সট্রা কাভারে শাহিন আফ্রিদির সহজ ক্যাচ নিতে পারেননি নুরুল হাসান সোহান। পরের বলে পাকিস্তান ব্যাটসম্যান বেঁচেছেন আম্পায়ার্স কলের কারণে। আর পঞ্চম বলে আকাশে তুলেও মেহেদী হাসানের ব্যর্থতায় বেঁচে গেছেন আফ্রিদি। ১ রানে...