জিতলেই এশিয়া কাপের ফাইনালে। হারলে বিদায়। এমন কঠিন সমীকরণের ম্যাচে মুখোমুখি প্রতিবেশী দুই দেশ বাংলাদেশ-পাকিস্তান। এই ম্যাচটি দুই দলের জন্যই ‘অঘোষিত’ সেমিফাইনাল। গুরুত্বপূর্ণ এই ম্যাচেও ব্যর্থ পাকিস্তানের টপঅর্ডার ব্যাটসম্যান সাইম আইয়ুব। পাকিস্তানের ২৩ বছর বয়সী এই তরুণ এশিয়া কাপের এবারের আসরে চরম ব্যর্থ। এশিয়া কাপে টানা চার ম্যাচে শূন্য রানে ফেরেন তিনি। আরব আমিরাত, ভারত, ওমান আজ বাংলাদেশ দলের বিপক্ষে শূন্য রানে ফেরেন পাকিস্তানের এই তরুণ তারকা। এবারের এশিয়া কাপে চারবার শূন্য রানে আউট হয়েছেন পাকিস্তানের সাইম আইয়ুব। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক সিরিজ বা টুর্নামেন্টে যৌথভাবে সর্বোচ্চ। টেস্ট খেলুড়ে দলের মধ্যে সাইমই প্রথম। সাইম আইয়ুব পাকিস্তানের হয়ে ৪৭টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে চারটি ফিফটির সাহায্যে ৮৩৯ রান করেছেন। ১২টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে তিনটি সেঞ্চুরি আর একটি ফিফটির সাহায্যে করেন...