উত্তরায় নিখোঁজ জুলাই যোদ্ধা মাওলানা কে এম মামুনুর রশিদকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রাহমান। একই সঙ্গে এই জুলাই যোদ্ধার নিখোঁজ হওয়ার ব্যাপারে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টা ১০ মিনিটের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি এসব কথা বলেন। শফিকুর রাহমান লেখেন, ‘জুলাই যোদ্ধাখ্যাত মাওলানা মামুনুর রশিদ তিন দিনেরও অধিক সময় ধরে নিখোঁজ। তার পরিবার গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে। তার অবস্থান চিহ্নিত করে দ্রুত উদ্ধার করে পরিবারের নিকট ফিরিয়ে দেওয়া হোক।’ তিনি আরও লেখেন, ‘আমরা জানতে পেরেছি, পরিবারটি সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে। তবে প্রশাসনের ভূমিকা আমাদের কাছে স্পষ্ট নয়। সবকিছুর পরে আমরা তাকে দ্রুত ফেরত চাই।’ উত্তরায় নিখোঁজ জুলাই যোদ্ধা মাওলানা...