দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরুটা যেন স্বপ্নের মতো হলো বাংলাদেশের। এশিয়া কাপ সুপার ফোরের ভাগ্য-নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েই একের পর এক আঘাত হানছে টাইগার বোলাররা। মাত্র ৯ রানে হারিয়েছে দুই উইকেট—চাপের পাহাড়ে এখন বাবরহীন পাকিস্তান।প্রথম ওভারেই গর্জে ওঠেন তাসকিন আহমেদ। ইন-ফর্ম ওপেনার সাহিবজাদা ফারহানকে (৪) দারুণ ক্যাচে বিদায় করেন রিশাদ হোসেন। এরপর মেহেদী হাসান ঘূর্ণির ফাঁদে ফেলে সাজঘরে ফেরান সাইম আয়ূবকে (০)। টানা ব্যর্থতার ধারাবাহিকতা আরও দীর্ঘ হলো এই তরুণ ওপেনারের, ছয় ইনিংসে মাত্র ২৩ রান তাঁর নামের পাশে।অঘোষিত সেমিফাইনালে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ, দেখে নিন একাদশআট ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৩৩/৩। ক্রিজে আছেন হোসেন তালাত ৩* এবং সালমান আগা ১৩*এর আগে টসে জিতে বোলিং নেওয়ার পর বাংলাদেশ অধিনায়ক জাকের আলী অনিক বলেন, 'আমরা প্রথমে ফিল্ডিং করতে চেয়েছিলাম। আমাদের...