বাংলাদেশ ক্রিকেটের টি-টোয়েন্টি ইতিহাসে নতুন এক মাইলফলকে পৌঁছেছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড এখন তার দখলে। এশিয়া কাপে ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে অধিনায়ক সূর্যকুমার যাদবকে আউট করার মধ্য দিয়ে নিজের ১৫০তম টি-টোয়েন্টি উইকেট শিকার করেন মুস্তাফিজ। এদিনই তিনি পেছনে ফেলেন দীর্ঘদিন ধরে শীর্ষে থাকা সাকিব আল হাসানকে, তার উইকেট সংখ্যা ছিল ১৪৯। এর আগে সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ৩ উইকেট নিয়ে সাকিবকে স্পর্শ করেছিলেন মুস্তাফিজ। ভারতের বিপক্ষে উইকেট নিয়েই গড়ে ফেললেন নতুন রেকর্ড। মুস্তাফিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের পরিসংখ্যানও চমকপ্রদ। ১১৮ ম্যাচে ১৫০ উইকেট, গড় ২০.৬৫ এবং সেরা বোলিং ফিগার ১০ রানে ৬ উইকেট। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই ১০ রানের ৬ উইকেটের রেকর্ডটি এখনো টি-টোয়েন্টি ইতিহাসে পেস বোলারদের সেরা বোলিং ফিগার...