ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজমের নির্মিত সিনেমা ‘ফেরেশতে’ ঢাকার প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকে আলোচনার জন্ম দিয়েছে। গেল ১৯ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পায়।এখনো রাজধানীর স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস ও যমুনা ব্লকবাস্টার্সে নিয়মিতভাবে প্রদর্শিত হচ্ছে এটি। শো-টাইমও বেশ জমজমাট- লায়ন সিনেমাসে দুপুর ১২টা ৩০ মিনিট, বিকেল ৫টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টা ২০ মিনিটে; ব্লকবাস্টারে সকাল ১১টা ৫০ মিনিট, দুপুর ২টা ৪০ মিনিট, বিকেল ৪টা ৫৫ মিনিট ও রাত ৭টা ৩৫ মিনিটে; আর স্টার সিনেপ্লেক্সে দুপুর ২টা ১৫ মিনিট ও রাত ৮টায়। প্রযোজক ও অভিনেতা সুমন ফারুক বলেন, আমাদের লক্ষ্য শুধুমাত্র ব্যবসা করা ছিল না। আমরা মূলত চেয়েছিলাম একটি ভালো গল্পের সিনেমা উপহার দিতে। দর্শকরাই পারেন একটি সিনেমাকে প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে এগিয়ে নিতে। সৌভাগ্যবশত দর্শকদের কাছ থেকে আমরা...