ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন কনটেন্ট মুছে ফেলার নিয়ম বাতিলের বিরুদ্ধে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর আনা মামলা খারিজ করেছে দেশটির হাই কোর্ট। বুধবার দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের হাই কোর্ট রায় দিয়েছে, ভারতের নতুন কনটেন্ট মুছে ফেলার নিয়ম বাতিলের জন্য এক্স যে মামলাটি করেছিল সেটির কোনো যৌক্তিক ভিত্তি নেই। এর আগে, দেশটির নতুন এ নিয়মকে এক্স ‘সেন্সরশিপ’ বা মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের সমান বলে দাবি করেছিল বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স। তবে আদালত বলেছে, এক্স-এর দায়িত্ব রয়েছে নিয়ম মানার এবং কোম্পানিটিকে ভারতের স্থানীয় আইন মেনেই চলতে হবে। বহু দেশের সরকারের সঙ্গে আইন মানা ও কনটেন্ট অপসারণের দাবিতে মতবিরোধে জড়িয়েছেন স্বাধীন মত প্রকাশের কঠোর সমর্থক হিসেবে নিজেকে দাবি করা মাস্ক। তবে ভারতের মামলাটি ছিল একটু ভিন্ন। কারণ এ মামলায় এক্স...