ভারতের খ্যাতিমান সংগীতশিল্পী জুবিন গার্গের শেষকৃত্য সম্পন্ন হয়েছে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আসামের সোনাপুরের কামারকুচিতে। এ দিনও লাখো মানুষ আসামের রাস্তায় নামেন জুবিনকে শেষবারের মতো দেখার জন্য। আসামের শিক্ষা ও সংস্কৃতি বিষয়কমন্ত্রী রণোজ পেগু জানিয়েছেন, অনলাইন পোর্টালের মাধ্যমে জুবিনের জীবনের বিভিন্ন কর্মকাণ্ড ও আদর্শ অনুরাগীদের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে। তবে ‘জনতার তারকা’ জুবিনকে আবারও দেখা যাবে। এবার বড়পর্দায় দেখা মিলবে জুবিনের। বিষয়টি গণমাধ্যমকে জানালেন শিল্পীর স্ত্রী গরিমা সাইকিয়া গার্গ। গরিমা জানান, জুবিন মৃত্যুর আগে তার সিনেমা ‘রই রই বিনালে’ নিয়ে ব্যস্ত ছিলেন। সিনেমার শুটিং শেষ হয়ে গেলেও বাকি ছিল ডাবিং। ভেবেছিলেন সিঙ্গাপুর থেকে ফিরে সেই কাজে হাত দেবেন। কিন্তু সেটা আর পারলেন না। আক্ষেপের সুরে গরিমা বলেন, ‘জুবিন ডাবিংটা নিজে করতে চেয়েছিল। সেটা হলো না। তবে সিনেমাটি ৩১ অক্টোবর মুক্তি পাক,...