শারদীয় দুর্গাপূজা ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) টানা ৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম ও লক্ষ্মীপূজা উপলক্ষে রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে ক্লাস ও পরীক্ষা এবং ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত অফিস ছুটি থাকবে। ৭ অক্টোবর থেকে যথারীতি ক্লাস ও অফিস চালু হবে। তবে ছুটিকালীন বিশ্ববিদ্যালয়ের সব জরুরি সেবা চালু থাকবে বলেও জানানো হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়...