২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ পিএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ পিএম ভারতের প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের আগামী মৌসুমে খেলবেন রবীচন্দ্রন অশ্বিন। এজন্য সিডনি থান্ডারের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন ডানহাতি এই অভিজ্ঞ স্পিনার। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নিয়ম অনুযায়ী দেশের হয়ে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট খেললে ভারতের ক্রিকেটারদের দেশের বাইরের টি-টোয়েন্টি লিগে খেলার অনুমতি দেওয়া হয় না। ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অবসর নিয়েছেন অশ্বিন। তাই দেশের বাইরের টি-টোয়েন্টি লিগে খেলতে আর কোন বাঁধা নেই অশ্বিনের। সিডনি থান্ডার অধিনায়ক অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। ঐ দলে যোগ দেওয়ার বিষয়ে অশ্বিন বলেন, ‘থান্ডার আমার ভূমিকা নিয়ে খুব স্পষ্ট ছিল। আমার এবং দলের নেতৃত্বের মধ্যে খুবই ভাল আলোচনা হয়েছে। আমি ডেভিড ওয়ার্নারের খেলার...