এর আগে জাতিসংঘ জানিয়েছিল, ট্রাম্পের এক ভিডিওগ্রাফার এস্কালেটরে উল্টো দিক করে ওঠার সময় সম্ভবত একটি নিরাপত্তাব্যবস্থা সচল হয়ে উঠেছিল। তাতেই সেটি বন্ধ হয়ে যায়। আর যে টেলিপ্রম্পটারের কথা বলা হচ্ছে, তা মার্কিন প্রতিনিধিদলের ছিল।এ বিষয়ে বিবিসি জানায়, ট্রুথ সোশ্যালে ট্রাম্প এসব ঘটনার সমালোচনা করে জানান, এসব ঘটনা নিয়ে অবিলম্বে তদন্ত শুরুর দাবি জানিয়ে তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বরাবর একটি চিঠি পাঠাচ্ছেন।বুধবার (২৪ সেপ্টেম্বর) এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘গতকাল জাতিসংঘে সত্যি অপমানজনক ঘটনা ঘটেছে—একটা নয়, দুইটা নয়, তিন-তিনটা অত্যন্ত অশুভ ঘটনা। এটা কাকতালীয় নয়, জাতিসংঘে তিনটি নাশকতার ঘটনা ছিল এটি। তাদের নিজেদের নিয়ে লজ্জিত হওয়া উচিত।’টাইমসে প্রকাশিত একটি নিবন্ধের তথ্য উল্লেখ করে তিনি বলেন যে এস্কালেটর বন্ধ হয়ে যাওয়া নিয়ে জাতিসংঘের কর্মীরা মশকরা করেছে। তিনি এস্কালেটর থেমে যাওয়ার জন্য দায়ীদের...