মাধব চৌধুরী এ শহরে নামকরা উকিল। তবে, জটিল মামলা মোকদ্দমার ফায়সালা করে তিনি যে যশখ্যাতি কুড়িয়েছেন তা কিন্তু নয়। তার মামলাগুলো সহজ, সাদামাটা। পুলিশের হাতে ধরা পড়া পকেটমার, ছিঁচকে চোর বা ছিনতাইকারীদের জামিনে আইনি সহযোগিতা দেয়াই তাঁর কাজ। সচরাচর নামি-দামি উকিলরা এসব বিতর্কিত খদ্দের নিতে চান না। ইংরেজিতে একে বলে নীশ (niche) এরিয়া, বা বিশেষায়িত ক্ষেত্র, যেখানে প্রতিযোগিতা অপেক্ষাকৃত কম। এ সুযোগটাই চতুর মাধব কাজে লাগিয়েছেন। শহরে দিনরাতে চুরি-ছিনতাই তো আর কম হয়না। উত্তম মধ্যম দিয়ে জনতা চোরদের শেষ অব্দি পুলিশের হাতে তুলে দেয়। ওদিকে, পুলিশের উপরও থাকে উপরিমহলের চাপ। শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি প্রমাণে পুলিশ অনেক মামলাই রেকর্ড করে না। এ অবস্থায়, পুলিশ সচরাচর জনসম্মুখে গালিগালাজ আর দুচার ঘা লাগিয়ে দিয়ে মানুষের চোখের আড়াল হতেই নগদ অর্থ হাতিয়ে...