উল্লেখ্য, গত ২১ জুলাই ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানের পাইলটসহ নিহত হয়েছেন অন্তত ৩৪ জন। আহত হয়েছেন শতাধিক। নিহতদের মধ্যে ২৭ জনই প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ছিলেন।দুর্ঘটনার পর অসীম সাহসী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহেরিন চৌধুরী নিজের জীবনের কথা চিন্তা না করে শিক্ষার্থীদের বাঁচাতে উদ্ধারকর্মীদের সঙ্গে ঝাঁপিয়ে পড়েন। অসংখ্য শিক্ষার্থীর জীবন বাঁচিয়ে তিনি নিজেই ঢলে পড়েন মৃত্যুর কোলে। মাহেরিন চৌধুরীর এই আত্মত্যাগের কথা স্মরণ করা হয়েছে খালিদ সংগীতের ‘মাইলস্টোন’স ট্র্যাজেডি’ গানে।প্রথিতযশা কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে গান লিখে থাকেন। এরই মধ্যে তার লেখা ৫ শতাধিক গান মুক্তি পেয়েছে। মাহবুবুল খালিদের লেখা বেশিরভাগ গানে তিনি নিজেই সুরারোপ করছেন। সম্প্রতি মাগুরায় যৌন নির্যাতনের শিকার ছোট্ট শিশু আছিয়াকে...