কোনো ভিডিও দেখার শেষে যে অতিরিক্ত কিছু ভিডিওর পরামর্শ, পপআপ বা থাম্বনেইল দেখায় এখন তা বন্ধ বা লুকিয়ে রাখার সুযোগ দিচ্ছে ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ইউটিউব। কোম্পানিটি বলেছে, ভিডিওর শেষে যে পপআপ ও ভিডিওর বিভিন্ন পরামর্শ দেখানো হয় এখন থেকে সেগুলো নতুন ‘হাইড’ বাটনের মাধ্যমে লুকিয়ে রাখতে পারবেন ব্যবহারকারীরা। সাধারণত এগুলো বেশিরভাগ ভিডিওর শেষ অংশে দেখা যায়। অনেক দর্শকের দাবি ছিল, যেন এসব সরিয়ে ফেলা হয়, যাতে তারা যে কনটেন্ট দেখছেন তাতে মনোযোগ দিতে পারেন। ভিডিও শেষ হওয়ার আগেই ‘এন্ড স্ক্রিন’ বা পপআপ যদি কারো বিরক্তির কারণ হয় তবে এখন ইউটিউবের ভিডিও প্লেয়ারের উপরের ডান পাশে থাকা নতুন ‘হাইড’ বাটনে চাপ দিয়ে সেগুলো বন্ধ করতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট। তবে একটি বিষয় মনে রাখা দরকার, এ সেটিং...