মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম বলেছেন, জমি রেজিস্ট্রি করতে আগে ঘুস লাগত ১ লাখ এখন ৪ লাখ টাকা ঘুস। ঘুস বাণিজ্য নিয়ে ফেসবুকে খোলামেলা স্ট্যাটাস দিয়ে আবারও আলোচনায় এসেছেন তিনি। বৃহস্পতিবার তিনি এ স্ট্যাটাস দেন। অভিনেত্রীর ফেসবুক পোস্টটি যুগান্তরের পাঠকদের জন্য হুবহু দেওয়া হলো। দেখি বাবা মার জন্য ভালোই টাকা-পয়সা পাঠায় সে। রেমিটেন্স যোদ্ধা। আব্বা-আম্মা সেই টাকা জমিয়ে একটা জমিও রাখলেন। খুবই ভালো কথা তারা জমি রেখেছেন। সরকারি পে অর্ডারের খরচ ব্যতীত রেজিস্টার বিশাল অংকের একটা টাকা নানান অজুহাতে বের করে নিলেন আমার পিতা মাতার কাছ থেকে। তারাও নীরবে দিয়ে গেলেন... কেন না এটা নাকি দিতেই হয়। আগে যে রেজিস্ট্রেশন করতে কথার কথা ১ লাখ টাকা লাগতো সেটা এখন লাগে ৪ লাখ। কেননা প্রতি শতাংশে বিশাল একটা চার্জ বসিয়েছে সরকার...