প্রথম ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে খেলতে যাচ্ছেন স্পিন অলরাউন্ডার রবিচন্দ্র অশ্বিন। আসন্ন বিগ ব্যাশে সিডনি থান্ডার এর হয়ে মাঠে নামার কথা রয়েছে তার। মাঠে নামলেই প্রথমবারের মতো কোনো ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার হিসেবে এই জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে খেলবেন অশ্বিন। আইপিএল থেকে অবসর নেওয়ায় বিদেশি লিগে খেলার সুযোগ তৈরি হয়েছে ভারতীয় জাতীয় দলের সাবেক এই অভিজ্ঞ স্পিন অলরাউন্ডারের। ইতোমধ্যে অশ্বিন আইএল টি টোয়েন্টি লিগের নিলামেও নাম লিখিয়েছেন। সেখানে খেললে বিগ ব্যাশের প্রথম কয়েক ম্যাচে তাকে না পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে মৌসুমের শেষ দিকে তিন-চার ম্যাচে থান্ডারের হয়ে মাঠে নামতে পারেন অশ্বিন। প্রাথমিকভাবে অশ্বিনের সঙ্গে চারটি ক্লাব যোগাযোগ করেছিল বলে জানা যায়। সিডনি থান্ডার, হোবার্ট হ্যারিকেন্স, সিডনি সিক্সার্স ও অ্যাডিলেড স্ট্রাইকার্স এর মধ্যে শেষ পর্যন্ত সিডনির থান্ডার দলের ভিড়িয়েছে...