সংক্ষিপ্ত স্কোর: ৯ ওভারে ৩৭/৪ (হারিস ৩*, সালমান ১৪*; ফারহান ৪, সাইম ০, ফখর ১৩, হুসেইন ৩) রিশাদের দ্বিতীয় শিকারে আরও বিপদে পাকিস্তান। নবম ওভারে প্রথম বলেই নতুন ব্যাটার হুসেইন তালাতকে (৩) তালুবন্দি করিয়েছেন তিনি। তাতে ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে মহাবিপদে তারা। শুরুতেই পাকিস্তানকে বিপদে ফেলে বাংলাদেশ। দুই ওভারে তুলে নেয় দুই উইকেট। তাতে চাপে পড়ায় পাওয়ার প্লেতে রানের গতিও যায় কমে। ৬ ওভারে তুলতে পারে ২৭ রান। ফখর জামান ও অধিনায়ক সালমান আলী মিলে ২৪ রান যোগ করলেও সপ্তম ওভারে রিশাদ এসে ফখরকে (১৩) রিশাদের তালুবন্দি করিয়েছেন। তাতে ২৯ রানে পড়ে তৃতীয় উইকেট। পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুতেই তাদের বিপদে ফেলেছে বাংলাদেশ। পর পর দুই ওভারে তুলে নিয়েছেন দুই উইকেট। তাসকিনের পর দ্বিতীয় ওভারে আঘাত হানেন মেহেদী হাসান। নতুন...