এশিয়া কাপে দু’দলেরই ভাগ্য নির্ধারণী ম্যাচ আজ, কারণ জিতলে ফাইনাল আর হারলেই বিদায়। একপাশে অভিজ্ঞ পাকিস্তান, অন্যপাশে তরুণ উদ্যমে ভরপুর বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জমজমাট এই লড়াইয়ে টসের মুদ্রা হাসল টাইগারদের পক্ষে। লিটন দাসের জায়গায় আজকের ম্যাচেও অধিনায়কত্ব করা জাকের আলী অনিক টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন।দুই দলের একাদশম্যাচে পাকিস্তান এসেছে অপরিবর্তিত একাদশ নিয়ে। বাংলাদেশ গতকালের ভারত ম্যাচের একাদশ থেকে দুই পরিবর্তন এনেছে, বাদ পড়েছেন তানজিদ তামিম, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদ। তাদের পরিবর্তে দলে এসেছেন নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ ও শেখ মেহেদী।পাকিস্তান:সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, সালমান আলী আঘা (অধিনায়ক), হোসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।পাকিস্তানের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশবাংলাদেশ:সাইফ...