গতকাল বাংলাদেশকে হারিয়ে এশিয়ার কাপের ফাইনাল নিশ্চিত করে ভারত। তাই আজ পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি টাইগারদের জন্য অলিখিত ‘সেমিফাইনাল’ হিসেবেই ধরা হচ্ছে।এই গুরুত্বপূর্ণ ম্যাচ শুরু হওয়ার আগে অবশ্য দুঃসংবাদ পেতে হয়েছে তাদের। আজও থাকছেন না নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। আগের ম্যাচের মতো লিটনের বদলে আজও বাংলাদেশ দলের নেতৃত্ব দিতে মাঠে নেমেছেন জাকের আলি অনিক। পাকিস্তানের বিপক্ষে টস জিতেছেন তিনি। শুরুতেই নিয়েছে ফিল্ডিং করার সিদ্ধান্ত। এই ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে তিন পরিবর্তন। নেই সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও তানজিদ হাসান তামিম। তাদের বদলে খেলবেন শেখ মাহেদি, তাসকিন আহমেদ ও নুরুল হাসান সোহান। অপরদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে নেমেছে পাকিস্তান। বাংলাদেশ একাদশ:সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়,...