সরকার অনমনীয় বা কঠিন শর্তের বিদেশি ঋণ নিয়ে সাতটি বড় প্রকল্প বাস্তবায়ন করবে। প্রায় ১০৬ কোটি ডলারের এই ঋণ দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে ব্যবহার করা হবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) বিদেশি সহায়তা অনুসন্ধান কমিটির বৈঠকে বুধবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ঋণের সুদের হার কমিয়ে আনার উপায় নিয়েও আলোচনা হয়। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পক্ষ থেকে মোট ৩৬টি বিদেশি ঋণনির্ভর প্রকল্প উপস্থাপন করা হয়। এর মধ্যে চীনের ঋণ ও অনুদানের কিছু প্রকল্প রয়েছে। তবে প্রাথমিক অনুমোদন পেয়েছে মাত্র সাতটি প্রকল্প। অনমনীয় ঋণের সুদের হার সাধারণত বাজারভিত্তিক, যা নমনীয় ঋণের তুলনায় বেশি। এছাড়া পরিশোধের মেয়াদ ও রেয়াতকালও...