এশিয়া কাপের ১৭তম আসরের সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ। টস জিতে বাংলাদেশ বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে, ফলে পাকিস্তান ব্যাটিং শুরু করেছে। এই হাই-ভোল্টেজ লড়াইয়ের আগে পরিসংখ্যান পাকিস্তানের পক্ষে। টি-টোয়েন্টি ফরম্যাটে দুই দল এখন পর্যন্ত ২৫বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে পাকিস্তান জিতেছে ২০টি এবং বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৫টি ম্যাচে। এশিয়া কাপের পরিসংখ্যানেও বাংলাদেশ মাত্র ২ বার জিতেছে ১৫ ম্যাচে। তবে সাম্প্রতিক সময়ে চিত্র পাল্টেছে। ২০২৪ সাল থেকে সব ফরম্যাট মিলিয়ে দুই দলের মধ্যে ৮টি ম্যাচ হয়েছে, যেখানে জয়-পরাজয়ের সংখ্যা সমান, ৪টি করে। ম্যাচের আগে বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী বলেন, “পাকিস্তানের বিপক্ষে আমাদের সেরাটা দিয়ে খেলতে হবে। আমরা জিতে এশিয়া...