চলতি সেপ্টেম্বরের ২৪ দিনে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ২২৩ কোটি মার্কিন ডলার পৌঁছেছে। যা গতবছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বেশি। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এর আগে, সেপ্টেম্বরের প্রথম ১৭ দিনে ১৭৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। সেই হিসেবে পরের সাত দিনে ৪৬ কোটি ডলার প্রবাসী আয় এসেছে। গত আগস্ট মাসে দেশে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। আর গত জুলাইয়ে দেশে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ...