তাসকিন আহমেদের অন্যরকম সেঞ্চুরি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ক্যারিয়ারের ৮২তম ম্যাচে ১০০তম উইকেট শিকার করলেন দেশের গতিময় এই পেসার। বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহানকে আউট করেন তাসকিন। এই ম্যাচটি বাংলাদেশ-পাকিস্তান দুই দলের জন্যই অঘোষিত সেমিফাইনাল। এই ম্যাচে হারলে বিদায়। আর জিতলে এশিয়া কাপে চতুর্থবারের মতো ফাইনালে চলে যাবে বাংলাদেশ। এমন সমীকরণের ম্যাচে ইনিংসের প্রথম ওভারেই দলকে সাফল্য উপহার দেন তাসকিন আহমেদ। ৩০ বছর বয়সী এই পেসার ২০১৪ সালের ১লা এপ্রিল থেকে টি-টোয়েন্টি ম্যাচ খেলছেন। ওয়ানডে ক্রিকেটে তিনি ৮১ ম্যাচ খেলে ১১৮টি উইকেট শিকার করেন। আর ১৭টি টেস্ট ম্যাচে অংশ নিয়ে ৪৯ উইকেট শিকার করেন তাসকিন। আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে আজকের ম্যাচ মিলে ১৮০ ম্যাচে (আজ প্রথম উইকেট শিকার নিয়ে)...