ড. মুহাম্মদ ইউনূস যে মিশন নিয়ে দলবলসহ যুক্তরাষ্ট্রে সফর করেছেন তা শতভাগ সফল হয়েছে বলে দাবি করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক বিশ্লেষণমূলক ভিডিও বার্তায় তিনি এমনটাই দাবি করেন। একই সঙ্গে রনি বলেন, ‘সবার সব হিসাব নিকাশ বদলে দিয়েছেন ড. ইউনূস। আর তার মিশনের ফাঁদে যারা পা দিয়েছেন তাদের সবার সর্বনাশ হয়ে গেছে। সেই সর্বনাশের পরিমাণ কতটা তা আমরা আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশের মাটিতে দেখতে পাব।’ সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘ড. ইউনূসের আমেরিকা গমন সারা বাংলাদেশকে উত্তাল করেছে। তিনি যখন সেখানে যাচ্ছিলেন তখন একটার পর একটা ঘটনা ঘটছিল। শেষ পর্যায়ে তিনি তিনটি দল থেকে ৬ জনকে নিয়ে নিউইয়র্কে গেলেন।’ তার ভাষায়, ‘অনেকেই সন্দেহ করছিল ভারতের সঙ্গে বিএনপির একটা সম্পর্ক...