বাংলাদেশে চাল রপ্তানি নিয়ন্ত্রণে নতুন নিয়ম জারি করেছে ভারত সরকার। এখন থেকে নন-বাসমতি চাল রপ্তানিতে সেই দেশের কৃষি ও খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের (APEDA) সঙ্গে চুক্তি নিবন্ধনসাপেক্ষে তা রপ্তানি করতে হবে। বুধবার (২৪ সেপ্টেম্বর) ভারতের বৈদেশিক বাণিজ্য শাখা এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। যে সমস্ত চাল আমদানির ঋণপত্রের বিপরীতে টেন্ডার করা হয়েছে সেগুলো ছাড়া নতুন করে যেসব ঋণপত্র খোলা হবে সেগুলোর ক্ষেত্রে এ নির্দেশনা কার্যকর হবে বলে জানিয়েছে ভারত সরকার। হিলি স্থলবন্দরের চাল আমদানিকারক দীনেশ পোদ্দার বলেন, চাল রপ্তানির ক্ষেত্রে ভারত সরকারের নতুন নীতিমালা গ্রহণের ফলে দেশে চাল আমদানির গতি কিছুটা বাধাগ্রস্ত হবে। এছাড়াও চাল আমদানির খরচ আগের তুলনায় কিছুটা বৃদ্ধি পাবে। এতে খুচরা বাজারে চালের দাম বেড়ে যাবে বলেও জানান তিনি। বাংলাদেশে চাল রপ্তানি নিয়ন্ত্রণে নতুন নিয়ম জারি...