চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে কমিশন। সেই সঙ্গে প্রার্থীদের ব্যালট নাম্বার প্রকাশিত হয়েছে। এর মধ্য দিয়েই শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চাকসু নির্বাচন সংক্রান্ত ওয়েবসাইটে চূড়ান্ত প্রার্থী তালিকা ও ব্যালট নাম্বার প্রকাশ করা হয়। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, ওয়েবসাইটে চূড়ান্ত প্রার্থী তালিকা ও ব্যালট নাম্বার দেওয়া হয়েছে। প্রার্থীদের কোনো অভিযোগ না থাকায় এটিই চূড়ান্ত ব্যালট নাম্বার হিসেবে বিবেচিত হবে। চাকসু নির্বাচনে এখনো সুষ্ঠু পরিবেশ আছে। আশা করি, শিক্ষার্থীরা সেই সুষ্ঠু পরিবেশ বজায় রাখবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল ও হোস্টেল সংসদে মোট ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে চাকসুর ২৬টি পদের বিপরীতে লড়বেন ৪১৫ জন। হল সংসদে নির্বাচন করবেন ৪৯৩...