বাংলাদেশ অধিনায়ক জাকের আলী অনিক বলেন, ‘আমরা আগে বোলিং করে ভালো করেছি। আজও একই কাজ করতে চাই। টুর্নামেন্ট শুরুর আগে আমাদের লক্ষ্য ছিল এশিয়া কাপ জিতব। এখনও মানসিকতা বদলায়নি।’ পাকিস্তান অধিনায়ক সালমান আগা বলেন, ‘আমরা আগে ব্যাটিংই নিতে চেয়েছি। মাঠে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই আমরা।’ পরিসংখ্যান বলছে, ক্রিকেটের মারকাটারি খেলা টি-টেয়েন্টিতে এখন পর্যন্ত ২৫ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ আর পাকিস্তান। যেখানে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে পাকিস্তান। বাংলাদেশের ৫ জয়ের বিপরীতে পাকিস্তানের জয় ২০টি।...