আজ জয় পেলেই এশিয়া কাপের ফাইনাল। এমন সমীরকণের সামনে বাংলাদেশ-পাকিস্তান দুদলই। দুবাইয়ে অলিখিত সেমিফাইনালে আজ শুরুতেই টস জিতেছে বাংলাদেশ। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জাকের আলী অনিক। ভারতের বিপক্ষে গতকাল চোটের কারণে খেলেননি অধিনায়ক লিটন দাস। পাকিস্তান ম্যাচের আগেও ফিট হতে পারেননি এই উইকেটকিপার। ফলে জাকের আলীর নেতৃত্বেই নামছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে খেলা একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। আগের ম্যাচ থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিদ হাসান তামিম ও নাসুম আহমেদ। একাদশে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ, শেখ মেহেদী, নুরুল হাসান সোহান। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা একই একাদশ নিয়ে নামছে পাকিস্তান। পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়,...